মঙ্গলবার, ৩০শে মে, ২০১৭ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

AmaderBrahmanbaria.COM
মে ২৮, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :ফুটবলপ্রেমীদের তো এবার পোয়াবারো। পুরো মওসুমে মাত্র ২ বার এল ক্ল্যাসিকোর স্বাদ নেয়ার সুযোগ তাদের। সেখানে নানা ঘটনাচক্রে অতিরিক্ত তিনটি এল ক্ল্যাসিকোর স্বাদ নেয়ার সুযোগ হয়ে গেছে ফুটবল ভক্তদের জন্য। মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

এমনিতেই নিয়মঅনুযায়ী এবার স্প্যানিশ সুপারকোপায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মৌসুম শুরুর আগে দু’বার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা এবং কোপা ডেল রে জয়ী দুই দল মৌসুম শুরুর আগে খেলে থাকে স্প্যানিশ সুপারকোপা। এটা এক ধরনের মৌসুম প্রস্তুতি ম্যাচ। আগামী আগস্টে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবারের স্প্যানিশ লা লিগা জয়ী দল রিয়াল মাদ্রিদ এবং কোপা ডেল রে জয়ী হচ্ছে বার্সেলোনা। সুতরাং স্বাভাবিকভাবেই স্প্যানিশ সুপার কোপায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। সুতরাং নতুন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের শুরুটা হচ্ছে এবার খুবই কঠিন পরীক্ষা দিয়ে।

শুধু স্প্যানিশ সুপার কোপায় নয়, প্রাক প্রস্তুতি মিশন হিসেবে আমেরিকায় যে ইন্টারন্যাশনাল ক্লাব কাপ অনুষ্ঠিত হয়, সেখানেও একবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেসি-রোনালদোদের। মিয়ামিতে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি।

২০১০-১১ মৌসুমে মাত্র ১৭ দিনের ব্যবধানে চারবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এল ক্ল্যাসিকোর ইতিহাসে এত দ্রুততম সময়ের মধ্যে এতগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার রেকর্ড ছিল মাত্র সেবারই। এবার দুই দল কম সময়ের মধ্যে মুখোমুখি হচ্ছে তিনবার।