বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

কাশ্মীরে ভারতীয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৪ হামলাকারী নিহত

AmaderBrahmanbaria.COM
জুন ৫, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়েছে। সোমবার ভোরে হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে হামলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

সেনা সূত্রে জানা যায়, সোমবার ভোর সোয়া ৪টার দিকে জম্মু-কাশ্মীরের বন্দিপোরা জেলার সুম্বল-এ সিআরপিএফ–এর ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে ঢোকার চেষ্টা করে চার হামলাকারী। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা।

জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জম্মু-কাশ্মীর পুলিশ। সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শেষে ওই জঙ্গিরা মারা যায়। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি একে ৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেডসহ প্রচুর বিস্ফোরক। নিহতদের পরিচয় জানা যায়নি।

সিআরপিএফ-এর মুখপাত্র ভুবেশ চৌধুরী বলেন, হামলাকারীরা ভোরের আগে ভারত শাসিত কাশ্মিরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ক্যাম্পের বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়।

তিনি আরো বলেন, ‘অত্যন্ত সফল ও চমৎকার এই অভিযানে হামলাকারীদের চারজনই নিহত হয়েছে। আমাদের পক্ষের কেউ আহত হয়নি।’

এ জাতীয় আরও খবর