বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ভারতে যাওয়া-আসার বিধিনিষেধ অপসারণ

AmaderBrahmanbaria.COM
জুন ৫, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে ভারত।

সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অপসারণের ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতের পথ আরো সুগম হলো।

বিমানবন্দরগুলো হলো- আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্ণৌ), বারণসী, ব্যাঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গোয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চন্ডিগড়।

আন্তর্জাতিক ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক :
বিনোদন ডেস্ক :
লাইফস্টাইল ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশিদের ভারতে যাওয়া-আসার বিধিনিষেধ অপসারণ
নিজস্ব প্রতিবেদক : ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে ভারত।

সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অপসারণের ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতের পথ আরো সুগম হলো।

বিমানবন্দরগুলো হলো- আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্ণৌ), বারণসী, ব্যাঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গোয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চন্ডিগড়।