রবিবার, ১৮ই জুন, ২০১৭ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

গোমূত্রে তৈরি সাবান, শ্যাম্পু বিক্রি করবে আরএসএস

AmaderBrahmanbaria.COM
জুন ৬, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :গোবর, গোমূত্র দিয়ে তৈরি সাবান, ফেসপ্যাক বাজারে আনতে চলেছে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস।

জানা গেছে, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে গোবর, গোমূত্র থেকে তৈরি করা হচ্ছে ওষুধ, সাবান, ফেসপ্যাক। এখন দীনদয়াল ধাম ও আরএসএস-র ক্যাম্পে এই বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে।

আরএসএস-এর নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি এইসব সামগ্রী খুব তাড়াতাড়ি অনলাইনে কিনতে পারবেন দেশটির আগ্রহী ক্রেতারা।

বাতের ব্যথার জন্য রয়েছে তেল, এছাড়াও পাওয়া যাচ্ছে শ্যাম্পু, সাবান, আই ড্রপ, ছানির ওষুধ, টুথপেস্ট, ধূপ, সর্দিকাশির ওষুধ কাফসুধা ও ফেসপ্যাক। দীন দয়াল ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্ত জানিয়েছেন, এইসব সামগ্রী বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালের সঙ্গে কথা চলছে।

আরএসএস-র জানিয়েছে, স্থানীয় বাজারে ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রী বিপুল চাহিদা তৈরি হয়েছে। অনলাইনে বিক্রি করা শুরু হলে, সারা বিশ্বের লোক এইসব সামগ্রী ব্যবহার করে উপকৃত হবেন.

এ জাতীয় আরও খবর