g মেঝেতে শুয়ে রাত কাটছে আমার : মওদুদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭ ইং ২৯শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

মেঝেতে শুয়ে রাত কাটছে আমার : মওদুদ

AmaderBrahmanbaria.COM
জুন ১৫, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, গুলশানের বাড়ি থেকে উচ্ছেদকালে মালপত্র সরানোর সময় খাট ভেঙে ফেলেছে রাজউক। এখন আমার পুরনো কাঠমিস্ত্রি শংকর ভাঙা খাট মেরামত শুরু করেছে। মেরামত শেষ হলে খাটে ঘুমাতে পারবো। আপাতত মেঝেতে শুয়েই রাত কাটছে আমার।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ভবনের মিলনায়তনে আইনজীবীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, কোনো আইনের তোয়াক্কা না করে চর দখলের মত সরকার আমার গুলশানের বাড়ি দখল করেছে। এটা সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন। সুপ্রিম কোর্টের রায়ের কোথাও বলা হয়নি যে, এই বাড়ি সরকার বা রাজউকের। আমার মনে হয় আওয়ামী লীগের নেতারা আদালতের রায় না পড়েই কথা বলছেন।

তিনি বলেন, বাড়ি থেকে উচ্ছেদ বড় কথা নয়। যেভাবে উচ্ছেদ করা হয়েছে তাতে আমার বহুদিনের অনেক স্মৃতি হারিয়ে গেছে। এক ধনাঢ্য লোক আমাকে একহাজার বছরের পুরনো মিশরীয় সভ্যতার মাটির একটি বাটি উপহার দিয়েছিলেন, সেটি খুঁজে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমার মৃত দুই ছেলের স্মৃতিজড়িত অনেক জিনিস ছিল এই বাড়িতে। তা খুঁজে পাচ্ছি না। তাদেরকে এসব নষ্ট করার অধিকার কে দিয়েছে?

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আদালতের কোনো আদেশ ছাড়া কোনো বাড়ির দখলদারকে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করার সময় আদালতের কোনো নির্দেশ তাদের হাতে ছিল না। বিনা নোটিশে এবং বিনা অনুমতিতে বাড়িতে জোরপূর্বক প্রবেশ এবং ব্যারিস্টার মওদুদকে উচ্ছেদ করে সংবিধানে প্রদত্ত তার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, এ জে মোহাম্মদ আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর