g রবিবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৮ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

রবিবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর

AmaderBrahmanbaria.COM
জুন ২৪, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা নিয়ে সৌদি আরবের আকাশে উদিত হয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রবিবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর।

শনিবার সৌদি আরবের সুপ্রিমকোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সী ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নবাবীসহ বিভিন্ন প্রদেশের বড় বড় মসজিদ এবং ঈদ্গাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, চাঁদ দেখা যাওয়ার খবরে প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে দেখা দিয়েছে উৎসবের আমেজ।