g মা হওয়ার পর কেন বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়? | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ই জুলাই, ২০১৭ ইং ৩রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মা হওয়ার পর কেন বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়?

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৬, ২০১৭

---

বিনোদন প্রতিবেদক : মা হওয়ার পর নায়িকাদের সৌন্দর্য, শারীরিক গঠন এবং চেহারার বড় ধরনের পরিবর্তন ঘটে। কেউ কেউ আগের অবস্থানে ফিরতে পারেন, কেউ আবার পারেন না। আর তাই অনেকেই বলে থাকেন, বিয়ের পর নায়িকাদের চাহিদা অনেকটাই কমে যায়। আসলেই কি তাই? মা হওয়ার পর কেন নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়? বিষয়টি নিয়ে কথা হয় চলচ্চিত্রকার, চলচ্চিত্র গবেষক ও জনপ্রিয় অভিনয়শিল্পী ববিতার সঙ্গে।

তাদের কথায় উঠে এসেছে, শুধু মা হওয়ার কারণেই নায়িকাদের জনপ্রিয়তা কমে যায় বিষয়টি আসলে তেমন নয়। অনেক সময় নির্মাতারা একজন নায়িকাকে মা হওয়ার পর পর্দায় ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেন না। এটাও একটা বড় কারণ। তাদের কথায় এও উঠে এসেছে, ‘মা হওয়ার পর নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়’- এটা ভুল কথা!

প্রসঙ্গটি নিয়ে ১৬ জুলাই বিকেলে কথা হয় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রকার, অভিনেতা এবং লেখক ‘আমজাদ হোসেন’এর সঙ্গে। সে সময় তিনি পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। তারই ফাঁকে প্রসঙ্গটি নিয়ে কথা হয়। কথা প্রসঙ্গে তিনি বিষয়টি নিয়ে এভাবেই বলেন, ‘নায়িকাদের জনপ্রিয়তা কমার জন্য বিভিন্ন কারণই থাকতে পারে। সেখানে শুধু কেন মা হওয়ার বিষয়টি আসবে? প্রতিবেদককে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি নিজেই বিস্ময় প্রকাশ করেন।

আর আলাপকালে বিষয়টিকে এভাবে ব্যাখা করলেন, ‘মা হওয়ার কারণে জনপ্রিয়তা কমে যায় এটা ঠিক আসল কারণও নয়। একটি ছবি জনপ্রিয়তায় বিষয়টি কি শুধু নায়িকার উপর নির্ভর করে? পরিচালক, গল্প, নায়িকা, নায়ক সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি জনপ্রিয় ছবি নির্মিত হয়। আর উপমহাদেশে এখনও ভীষণ জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। যখন তিনি জনপ্রিয়তার দিক থেকে তুঙ্গে ছিলেন তখন তিনি মা হয়েছেন, তার জনপ্রিয়তা তো কোনোদিন কমেনি। আমাদের বাংলাদেশের পরিচালকরা নানা কারণে অজুহাত খোঁজেন। এটিই হচ্ছে মূল বিষয়।’

চলচ্চিত্র গবেষক এবং লেখক অনুপম হায়াৎ মনে করেন, ‘মা হওয়ার পর কেন নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়?’ এ প্রশ্নটি শুধু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই অনেক নির্মাতা প্রসঙ্গ হিসেবে তুলে থাকেন। তাই তিনি নিজেও বিষয়টি বিশ্বাস করেন না।’

তিনি বলেছেন, ‘একজন নায়িকা মা হওয়ার পরও যদি একজন নির্মাতা তার শিল্প ও মননশীলতা দিয়ে ছবি নির্মাণ করেন তাহলে সেটি ভালো কিছুই হয়। কথা প্রসঙ্গে তিনি বলেন, এমন অনেক নায়িকা আছেন না, যারা নায়িকা থাকাবস্থায় যেমন জনপ্রিয় ছিলেন, আর যখন মা হয়েছেন কিংবা বর্তমান সময় পর্যন্ত সমান জনপ্রিয়। তাই আমি এ বিষয়টির সঙ্গে একমত নই। মা হওয়ার পরই কি সুচিত্রা সেনের গ্ল্যামার কমে গিয়েছে নাকি?’

শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে এরপর পুত্র আব্রাম খান জয়ের জন্ম, দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকাসহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন অপু। এছাড়া বিরতির পরপরই ঈদে মুক্তি পেয়েছে শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘রাজনীতি’। যদিও দর্শকরা ছবিটিকে দারুণভাবে গ্রহণ করেছে। দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। তারপরও অপুর সামনের দিনগুলো নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলছেন। মা হওয়ার পর অপু বিশ্বাস তার আগের সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন তো? বর্তমানে তাই ঘুরেফিরে এ প্রসঙ্গটিই সামনে আসছে।

নাট্যনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক। তিনি নির্মাণ করেছেন ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো জনপ্রিয় চলচ্চিত্র। আর বিষয়টি নিয়ে কী ভাবছেন? এ নির্মাতা কথা শুরুতেই বলেন, ‘সিনেমা হলে বসে যখন একজন দর্শক ছবি দেখেন তখন নায়িকাকে নিজের কাছের মানুষ হিসেবেই কল্পনা করেন। এটা মনস্তাত্বিক একটা বিষয়।’

আর বিষয়টিকে তিনি বিশ্লেষণ করছিলেন এভাবেই। ‘যখন একজন নায়িকা মা হন তখন অনেক দর্শকই মনে করেন ও তো আমার না। তখন ওই ভাবনা থেকে দর্শক আসলে একটু একটু করে দূরে সরে যান। তখনই ধীরে ধীরে সেই নায়িকার জনপ্রিয়তা কমতে থাকে। তবে নির্মাতাদের ক্ষেত্রেও উপস্থাপনের একটি বিষয় থাকে। সেটি ঠিকঠাক থাকলে তখন এ বিষয়টি আর অত গুরুত্বপূর্ণ হয়ে উঠে না।’

মৌসুমী, ভীষণ জনপ্রিয় এক নায়িকার নাম। ৯০ দশকের হার্টথ্রব ও তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের পরেই তার স্থান। অভিনয় জীবন, বিয়ে, সংসার জীবন। অন্যদিকে পূর্ণিমা। সফল চলচ্চিত্র ক্যারিয়ারের দুই অভিনেত্রীর কথা অনেকেই উদাহরণ হিসেবেই টেনে থাকেন। বিয়ের পর মা হওয়া। এরপর জনপ্রিয়তার পারদের মাত্রা কমে যাওয়া।

প্রসঙ্গ তুলে ধরে কথা শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক ববিতার সঙ্গে। তিনি বিষয়টিকে একটু ভিন্নভাবে বললেন। তার ভাষায়, নায়িকা মানে তো শুধু নায়িকা নয়। আমি বলি শিল্পী। নায়িকা মানে চলচ্চিত্রে নাচ ও গান করে। আর শিল্পীর তো কোনো বয়স থাকে না। নায়িকা কী আর শিল্পী কী-যত ম্যাচিউরিটি বাড়বে তত অভিজ্ঞতাও বাড়বে। তাহলে আমি কী ধরে নেব, যখন আমি লারে লাপ্পা মার্কা গান করতাম তখনই আমি নায়িকা ছিলাম? এখন আমার যে বয়স এখন আমাকে কেউ পছন্দ করে না? না। মা হওয়ার পর কেন নায়িকাদের জনপ্রিয়তা কমে যায় আমি মনে করি এটা ভুল কথা।’

কথার শেষে যোগ করে তার নিজের ক্যারিয়ারের চিত্র তুলে ধরে বলেন, ‘আমার অনেক ভক্ত আছে যারা অনেক সময়ই আমাকে বলেন, আপনি যখন নায়িকা ছিলেন তখন এক ধরনের বিষয় ছিল, আর যখন মায়ের চরিত্রে অভিনয় করতেন সেগুলো অনেক মর্মস্পর্শী ছিল।’ প্রিয়.কম