g ইংল্যান্ড-উইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৯ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইংল্যান্ড-উইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২২, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে বৃষ্টি হলেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই বৃষ্টি দাপট দেখাল।

বৃষ্টির বাগড়ায় ইংল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে বৃহস্পতিবার।

নটিংহ্যামের ট্রেন্ট বিজ্রে দুই দলের খেলা হয়েছে মাত্র ২.২ ওভার। টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। বিনা উইকেটে ২১ রান তুলে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ‍বেরসিক বৃষ্টির কারণে এরপর মাঠে নামার সুযোগ হয়নি দুই দলের ক্রিকেটারদের।

 

দুপুর ১২টা ৪২ মিনিটে প্রথম বৃষ্টি শুরু হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে খেলা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। সেজন্য মাঠ প্রস্তুত করছিলেন মাঠকর্মীরা। কিন্তু খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত করে দেন অফিসিয়ালরা। বিকেল ৪টা ১১ মিনিটে ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।

এদিকে এ ম্যাচে মাঠে নামার আগে গা-গরম করার সময় চোট পান বার্থডে বয় ক্রিস গেইল। তাকে একাদশের বাইরে রেখে দল সাজায় উইন্ডিজ। মাঠ থেকে দুপুরেই গেইলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী রোববার লন্ডনের কেনিংটন ওভালে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে এউইন মরগানের দল।

এ জাতীয় আরও খবর