শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

তামিম-সাকিব জুটিতে এগিয়ে চলছে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৩, ২০১৮

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৫ ওভারে ৭২/১

জিম্বাবুয়ের ব্যর্থ রিভিউ

তেন্দাই চাতারার বল সুইং করে লেগ দিয়ে বের হয়ে যাচ্ছিল। জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। আম্পায়ার কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে।

রিপ্লেতে দেখা যায় চাতারার সেই বলটি ছিল ‘নো’ বল। তাই শুরুতেই বাতিল হয়ে যায় জিম্বাবুয়ের রিভিউ। বল সাকিবের ব্যাটও স্পর্শ করেনি, ক্যাচ যায় প্যাডে লেগে।

ফিরে গেলেন এনামুল

তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন এনামুল হক।

তেন্দাই চাতারার আগের ওভারে জোরালো আবেদন থেকে বেঁচে যান এনামুল। কাইল জার্ভিসের বল সুইং করবে না ভেবে খেলেছিলেন এই ওপেনার। ভেতরে ঢোকা বল ব্যাটের কানা ফাঁকি দিয়ে লাগে প্যাডে।

৭ বলে ১ রান করে ফিরেন এনামুল। তার বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৬/১। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান।

অপরিবর্তিত জিম্বাবুয়ে দল

শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচে হেরে যাওয়া দলটির ওপরই আস্থা রেখেছে জিম্বাবুয়ে। তিন ইনিংসে মাত্র ৪ রান করার পরও টিকে গেছেন ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রিমার, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, ব্লেজিং মুজারাবানি, তেন্দাই চাতারা, কাইল জার্ভিস।

সাইফের জায়গায় সানজামুল

বাংলাদেশ দলে পরিবর্তন একটি। এক ম্যাচ পর দলে ফিরেছেন সানজামুল ইসলাম। বাঁহাতি স্পিনারকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। আগের ম্যাচের মতো এবারও জিম্বাবুয়ের বিপক্ষে দুই বাঁহাতি স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা।

উইকেট যথেষ্ট রোদ পেয়েছে। দুই দলের প্রথম ম্যাচের মতো উইকেট নরম নয়। উইকেটে আর্দ্রতাও নেই। অনুমিতভাবে ব্যাটিং নিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন বোলিং।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে তিনশ ছাড়ানো স্কোর গড়েছিল স্বাগতিকরা।

আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ

সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য শেষ দুই ম্যাচ নিয়ম রক্ষার। তামিম ইকবাল জানিয়েছেন, তাতে তাদের খেলায় কোনো পার্থক্য আসবে না। নিজেদের সর্বোচ্চটা দিয়েই শেষ দুই ম্যাচে খেলবে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়।

জিম্বাবুয়ের কাছে ২০১০ সালের ডিসেম্বরে শেষ দেশের মাটিতে হেরেছিল বাংলাদেশ। তামিম জানান, জয়ের ধারাবাহিকতা ধরে রাখার দিকে থাকবে তাদের মনোযোগ।

ফাইনালে চোখ জিম্বাবুয়ের

শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচে হারলেও দমে যায়নি জিম্বাবুয়ে। কমে যায়নি আত্মবিশ্বাস। দলের উইকেটকিপার ব্যাটসম্যান পিটার মুর বলছেন, ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে চোখ রাখছে দল।

ফাইনালে ওঠার সম্ভাবনায় নিজেদের এগিয়ে রাখতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে জয়টা খুবই জরুরি জিম্বাবুয়ের জন্য। কাঙ্ক্ষিত সেই জয়টি পেতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে, জানান মুর।

২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। ৩ ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পয়েন্ট ৪ করে। রান রেটে খানিকটা এগিয়ে গ্রায়েম ক্রিমারের দল।