শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

গ্যাস লাইনে ফাটল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নিতকরণ কাজ করার সময় মির্জাপুর উপজেলা শহরের বাইবাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। পরে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা আগুন নেভায়।

এদিকে এ ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার বিস্তৃত হয়।

জানা গেছে, বাইপাস এলাকায় মহাসড়ক উন্নিতকরণের কাজ চলছে। এক পর্যায় মাটি কাটার মেশিনে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে সংযোগটি বন্ধ করে দেন। ফলে ওই এলাকার বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুন জানান, লাইনটি বন্ধ করে সংস্কার কাজ করা হচ্ছে।