শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

শুনানির অপেক্ষায় এজলাসে খালেদা জিয়ার আড়াই ঘণ্টা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেও মামলা শুরুর জন্য আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

এ মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া। কিন্তু গত এক বছরে মৃত্যুবরণ করা আইনজীবীদের স্মরণসভা অনুষ্ঠিত হওয়ায় আদালতের কার্যক্রম দুপুর ২টার দিকে শুরু হয়।

ফলে এই দীর্ঘ আড়াই ঘণ্টা সময় আদালতের এজলাসে বসে সময় কাটাতে হয় বিএনপির প্রধানকে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এসব তথ্য জানিয়েছেন।

যদিও আজকের যুক্তিতর্কে খালেদা জিয়ার অংশগ্রহণ ছিল না। কেননা, আজ এই মামলার অন্য আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। তবে শুনানিতে অনুপস্থিত থাকার আবেদন আদালত নাকচ করে দেওয়ায় মামলার কার্যক্রম চলাকালে প্রতিদিনই হাজির হতে হচ্ছে খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।

এ মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।