সোমবার, ২৯শে জানুয়ারি, ২০১৮ ইং ১৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

রাজশাহীতে ভুয়া ডিবি ও কলগার্ল সহ ৫জন আটক

পাপন সরকার শুভ্র, রাজশাহী : ফাঁদে ফেলে প্রতারণা করে অর্থ হাতিয়ে
নেওয়ার দায়ে রাজশাহী মহানগরীতে ভুয়া ডিবি পুলিশ এবং কলগার্লসহ মোট ৫ জনকে
আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাদের নগরীর মথুরাডাঙ্গা এলাকার শেফালির
বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানার মালদা কলোনি এলাকার ইয়াছিন আলীর ছেলে ভুয়া ডিবি পুলিশের ওসি সোহেল রানা (৩৮), ভুয়া এসআই ও একই এলাকার
মৃত বাতুর ছেলে সুইতেম (৩০), চারঘাট উপজেলার চকশিমুলিয়া এলাকার আজিমুদ্দিনের ছেলে ও ভুয়া এএসআই আরিফুল (৩৫), তাদের সহায়তাকারী কলগার্ল বনপাড়া কালিকাপুর এলাকার মৃত মোখলেছের মেয়ে রাবিয়া খাতুন (২০) এবং বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা এলাকার চাঁদের স্ত্রী সেলি (২৮)। এরমধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক নারী ঢাকা জেলার ধামরাই থানার কালাপুর গ্রামের মমিনুলের স্ত্রী ফরিদা পারভিন।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, ডিবি পুলিশ জানতে পারে যে, একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নারীদের সহায়তায় জিম্মি করে অর্থ আদায় করছে। বিষয়টি জানার পরেই ডিবি পুলিশ বিষয়টি তদন্তে ও প্রতারক চক্রকে হাতেনাতে
ধরতে অভিযান শুরু করে।
রমধ্যেই প্রতারক চক্রের কাছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য খদ্দের সেজে যায়। ডিবি পুলিশ খদ্দের সেজে তাদের বাড়িতে গেলে ভুয়া ডিবির ওসি, এসআই ও এএসআই পরিচয় দিয়ে তাদের জিম্মি করে। এ সময় ডিবির পরিদর্শক রাসেদুল সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করে। যে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে
গতমাসেই তারা সেই বাড়িটি ভাড়া নেয়। তারা দীর্ঘদিন ধরে নারীর সহায়তায় মানুষকে জিম্মি করে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিদর্শক রাসেদ আরো বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুরো চক্রকে ধরতে কাজ করা হচ্ছে।