বৃহস্পতিবার, ১লা মার্চ, ২০১৮ ইং ১৭ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

কালবৈশাখী’র আগমনী বার্তা নিয়ে ঝড়ো বৃষ্টি

শীত শেষ না হতেই ‘কালবৈশাখী’র আগমনী বার্তার দেখা মিলেছে। সোমবার রাত ৮ টার পর থেকেই দমকা বাতাস বইতে শুরু করে। প্রায় আধ ঘণ্টা যাবৎ থেমে থেমে চলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এছাড়া গত রোববার দিবাগত রাত ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়।

হঠাৎ দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে বেশ বেকায়দায় পড়তে হয় রাজধানীর অফিস ফেরত মানুষদের ।বেকায়দায় পরে ছিন্নমূল মানুষগুলি। এছাড়া বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দীর একাংশে বইমেলায় বেশ এলোমেলো করে দিয়েছে ক্ষণিকের দমকা বাতাস। ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি বইয়ের স্টলের ব্যানার ছিঁড়ে গেছে। স্লোগান সম্বলিত স্ট্যান্ডিং বোর্ডগুলো পরে আছে রাস্তায়।

বইমেলায় দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কৃষ্ণ জানান,গতকাল রাতের ঝড়ে স্টলের বাইরে কিছু ব্যানার খুলে পড়েছে।ঝড়ে অনেক স্টলের পর্দা ছিড়ে গেছে । এখন মেলার লোকজন এগুলো ঠিকঠাক করছেন।

তাছাড়া দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টিতে বেশ বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছপালা ।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজনে নৈশভোজ

জীবন সংগ্রামের গল্প শোনালেন তিন নোবেলজয়ী নারী

রোহিঙ্গা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সাহায্য করতে চায় এডিবি

জনগণ দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় : রওশন এরশাদ

বিএনপি গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজকে নেতা বানিয়েছে : প্রধানমন্ত্রী

শীর্ষ ২৫ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৯৫০০ কোটি টাকা