শুক্রবার, ৬ই এপ্রিল, ২০১৮ ইং ২৩শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

রিয়াদ থেকে জেদ্দায় যেতে মাত্র ৭৬ মিনিট!

হাইপারলুপে চড়ে ৭’শ মাইল বেগে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জেদ্দায় যাওয়া যাবে মাত্র ৭৬ মিনিটে। এখন বাসে করে এ ভ্রমণে সময় লাগছে ১০ ঘন্টা। হাইপারলুপ যোগাযোগের সংস্করণ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চিন্তাভাবনা হলেও এর ডেবু হতে যাচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভাদা মরুভূমিতে হাইপারলুপ যোগাযোগ ব্যবস্থার উদ্ভাবক প্রতিষ্ঠান টেসলা’র পরীক্ষা নিরীক্ষা স্বচক্ষে দেখে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ২০৩০ ভিশনের অংশ হিসেবেই এধরনের যোগাযোগ ব্যবস্থা চালুর কথা ভাবছে দেশটি। আল-আরাবিয়া ইউকে

হাইপারলুপ হচ্ছে একধরনের নিম্ন চাপের টিউব বা নলের মধ্যে দিয়ে বৈদ্যুতিক গতিতে যাতায়াত ব্যবস্থা। যা খোলা জায়গার মত তীব্র বাতাসের গতিকে ভেদ করে চলতে হয় না। ফলে এধরনের যাতায়াতে কম সময়ে তীব্র গতিতে চুম্বকীয় উত্তোলনে চলাচল সম্ভব হয়ে ওঠে যা সুপারসনিক গতি এনে দেয়। একারণে হাইপারলুপকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি বলা হচ্ছে। সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন, স্বপ্নদর্শী শহর ও উচ্চ প্রযুক্তির যোগাযোগা ব্যবস্থা মিলে এক সমৃদ্ধ আর্থসামাজিক প্রেক্ষাপট তৈরির জন্যেই তিনি তার দেশে হাইপারলুপ যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিচ্ছেন। এছাড়া হাইপারলুপের কর্ণধার ব্রানসনের স্পেস টুরিজ্যম কোম্পানি ভার্জিন গ্যালাকিটিকে গত মাসে সৌদি আরব ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ সৌদি আরবে হাইপারলুপ চালু হচ্ছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Print Friendly, PDF & Email