রবিবার, ৮ই এপ্রিল, ২০১৮ ইং ২৫শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা চললেও কার্যকর অগ্রগতি হচ্ছে না : প্রধানমন্ত্রী

মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্নভাবে আলোচনা চলতে থাকলেও তার কার্যকর অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল সলিল শেঠী সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সেখানে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও।

পরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়। এসময় বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ও সহযোগিতাকে এগিয়ে নেয়ার বিষয়ে কথা বলেন তারা। আসন্ন হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। সূত্র : সময় টিভি

Print Friendly, PDF & Email