মঙ্গলবার, ১০ই এপ্রিল, ২০১৮ ইং ২৭শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

জার্মানিতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মুয়েনস্টার শহরে পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। ছয়জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির মুয়েনস্টার শহরে শনিবার পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে জানা যায়নি।

পুলিশের মুখপাত্র ভেনেসা আরলিট বলেন, ওই চালক মুয়েন্সটারের বেশ কয়েকটি রেস্তোরাঁরা ওপর দিয়ে চলে যায়। অ্যান্দ্রে বোদে নামে আরেক মুখপাত্র জানান, এখনই এটা নিশ্চিত করা যাচ্ছে না যে এটা হামলা না দুর্ঘটনা। নিশ্চিত হওয়া যায়নি চালকের পরিচয়ও।

টুইটারে দেওয়া এক পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হতাহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসাধারণকে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে চালানো লরি হামলায় নিহত হন ১২ জন।

Print Friendly, PDF & Email