বৃহস্পতিবার, ১২ই এপ্রিল, ২০১৮ ইং ২৯শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ান টেবিল টেনিসে বাংলাদেশ তৃতীয়

প্রথম দক্ষিণ এশিয়ান টেবিল টেনিসে তৃতীয় হয়েছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা জিমন্যাশিয়ামে শেষ হয়েছে এ চ্যাম্পিয়নশিপ।

টুর্নামেন্টের শেষ দিন সকালে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলংকাকে ও বিকেলে মালদ্বীপকে একই ব্যবধানে হারিয়ে ৬ জাতির এ টুর্নামেন্টে তৃতীয় হয়েছে।

ভারত ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও নেপাল ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৬। ৫ ম্যাচের দুটিতে জিতেছে স্বাগতিকরা। প্রতিযোগিতায় শ্রীলংকা ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ, ভুটান ২ পয়েন্ট নিয়ে পঞ্চম এবং কোনো পয়েন্ট না পাওয়া মালদ্বীপের অবস্থান ষষ্ঠ।

সোমবার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের কোষাধ্যক্ষ ধনরাজ চৌধুরী।

Print Friendly, PDF & Email