বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞে ফের উত্তপ্ত হয়ে উঠছে গাজা উপত্যকা। শুক্রবার গাজা উপত্যকায় বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায় এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী করিম আবু ফাতিয়ার ও ২৬ বছর বয়সী সাদি মোয়ামের।

শুক্রবার মধ্য গাজার বুরেইজ শহরে ফাতিয়ার, আর সাদি রাফাহ শহরের কাছাকাছি দক্ষিণ গাজায় নিহত হন। তাদের দুজনেরই মাথায় গুলি লেগেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে ৭০ জনই গুলিবিদ্ধ হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তে গুলি চালানোর কথা স্বীকার করলেও হতাহতের বিষয়টি জানা নেই বলে জানিয়েছে।

পৃথক ঘটনায় জেরুজালেমের পুরনো শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, সে ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে তাকে হত্যা করা হয়।