শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

জয় খরা কাটছে না ইতালির

স্পোর্টস ডেস্ক : চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কিছুতেই স্বরূপে ফিরতে পারছে না। বুধবার রাতে ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রবার্তো মানচিনির শিষ্যরা। এই নিয়ে নিজেদের মাঠে টানা পাঁচ ম্যাচ জয় বঞ্চিত হলো দলটি।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেই খেলেছে ইতালি। ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বের্নারদেস্কির নেয়া শট ইউক্রেনের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। ইউক্রেনও সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি। ৬২তম মিনিটে রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।

এই নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করল ইতালি। আর শেষ ১২ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে মানচিনির শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

যেখানে কোহলির চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ-মুশফিক

ছোটদের অলিম্পিক হকিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

অল্পের জন্য রক্ষা পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

বার্সেলোনার হতাশা বাড়াচ্ছেন আলকাসের

রোনালদোর অভাব টের পেতে দেননি সিলভারা

ব্রাজিলকে বার্তা দিল আর্জেন্টিনা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ

মাঠের ঘটনা এবং মাশরাফির সামান্য কথা!

পাকিস্তানকে জিততে দিলেন না খাজারা