সোমবার, ২২শে অক্টোবর, ২০১৮ ইং ৭ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পুজোর ছুটিতে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে মিম

বিনোদন ডেস্ক : এবারের পুজোর ছুটিতে বাগেরহাটে থাকবেন বিদ্যা সিনহা মিম। এই তথ্য মঙ্গলবারই আরটিভি অনলাইনকে জানিয়েছিলেন তিনি। বুধবার অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। বিজয়া দশমীর উৎসবে বাগেরহাটে দাদার বাড়িতে থাকবেন এই তারকা।

বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে। প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি।

মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর এই পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে সেখানে পূজার আনন্দ হবে। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশ থেকেই অনেকে বেড়াতে আসবেন। এবারের পূজা উদযাপন করবো বাগেরহাটে। দশমীর পর ঢাকায় ফিরবো।’

জানা গেছে, ২০১০ সাল থেকে বাগেরহাটের শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম দুর্গা পূজার আয়োজন করা হয়। মিমের মাসির ছেলে লিটন শিকদার এই আয়োজনের উদ্যোক্তা।

২০১৬ সালে এই পূজামণ্ডপে প্রতিমার সংখ্যা ছিল ৬০১টি। ২০১৭ সালে ছিল ৬৫১টি। আর এ বছর এই মণ্ডপে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। কেউ কেউ মনে করেন, প্রতিমার সংখ্যা দিক দিয়ে এশিয়ার সবচেয়ে বড় পূজামণ্ডপ এটি।

বাগেরহাট থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মিম। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাপলুডু’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।ছবিটিতে মিমের সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ, জাহিদ হাসান। এছাড়া দেশের গুণী অনেক শিল্পীকে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ

মেগান অন্তঃসত্ত্বা জেনে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

‘বাংলাদেশ-কলকাতাই নয় শাকিবের মতো সুদর্শন নায়ক মুম্বাইয়েও নেই’

‘#মিটু পুরুষদেরও আন্দোলন’

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা

‘হাজীর বিরিয়ানি’ গানটিকে এক হাত দেখালেন ইমতিয়াজ বুলবুল

যে কারনে সিনেমা ছেড়ে ইসলামিক জীবন বেছে নিলেন শাবনাজ ও নাঈম !

‘বাবা ছাড়া পৃথিবীটা শূন্য মনে হচ্ছে’: আহনাফ