বৃহস্পতিবার, ৫ই জুলাই, ২০১৮ ইং ২১শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

১ লাখ ২৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করবে এমআরএ

চলতি অর্থবছরে বিভিন্ন খাতে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করবে রাষ্ট্রায়ত্ত ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি’ (এমআরএ)। অন্যদিকে বিতরণকৃত ক্ষুদ্র ঋণ আদায় করবে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ পরিমাণ ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে এমআরএ ৩০৫টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবে। অন্যান্যের মধ্যে পরিদর্শন আপত্তি নিষ্পত্তি করতে হবে ৭৪ শতাংশ, সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর দাখিলকৃত নিরীক্ষা প্রতিবেদন ৯০ শতাংশ বিশ্লেষণ সম্পন্ন করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর সনদ প্রাপ্তির আবেদনের ৯১ শতাংশ আবেদন নিষ্পত্তি করতে হবে। এছাড়া এমআরএ’র সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ৭০০ জন কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে।

Print Friendly, PDF & Email