g ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অবশেষে মাছ রপ্তানি শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অবশেষে মাছ রপ্তানি শুরু

AmaderBrahmanbaria.COM
মে ২২, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক প্রায় দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানিকৃত মাছ কলকাতায় নিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষায় ফরমালিনের অস্তিত্ব পেলে ফের আমদানি বন্ধ করা হবে এমন শর্তে গতকাল থেকে আবারও মাছ রপ্তানি হচ্ছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, সকল জটিলতা নিরসন হয়ে যাওয়ায় সকাল থেকে বন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছে ফরমালিনের অস্তিত্ব রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে গত ৫ মার্চ থেকে অনিদিষ্টকালের জন্য এ বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। এ সময় এ খাতে অন্তত ১৫ কোটি টাকা বৈদেশিক মূদ্রা অর্জন ব্যাহত হয়। বন্দর দিয়ে আবার ও মাছ রপ্তানি শুরু হওয়ায় দুদেশের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।

এ জাতীয় আরও খবর