শুক্রবার, ২৩শে জুন, ২০১৭ ইং ৯ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ১৬-১৮ ঘন্টা লোডশেডিং গরমে জনজীবন অতিষ্ট

AmaderBrahmanbaria.COM
মে ২৩, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১৬-১৮ ঘন্টায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। প্রতিদিন ৬-৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকেনা বলে জানান এলাকাবাসি। এতে ব্যবসায়ি, পরীক্ষার্থী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাড়ে তিন লাখ মানুষ গত এক সপ্তাহ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সুত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ৫০ হাজার গ্রাহক রয়েছে। পুরো উপজেলায় ছয়টি অঞ্চলে বিভক্ত রয়েছে। উপজেলায় ১৬ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আর গত এক সপ্তাহ ধরে মাত্র ৪-৫ মেঘাওয়াট বিদ্যুৎ বরাদ্ধ পায় বলে পল্লী বিদ্যুৎ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম বলেন, অতি গরমে এমনিতেই বাজে অবস্থার সৃষ্টি হয়েছে, তার উপর বিদ্যুতের মাত্রারিক্ত লোডশেডিং। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে পড়ছে কয়েক দিন ধরে। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতিও কমে গেছে।
ব্যবসায়ি মো. অলি উল্লাহ বলেন, এক দিকে অতিমাত্রায় গরম আবার অন্যদিকে বিদ্যুতের ব্যাপকমাত্রায় লোডশেডিংয়ে ক্রেতা শুণ্য হয়ে পড়েছে মার্কেটে।
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. ইয়াহিয়া আকন্দ বলেন, বিদ্যুতের সমস্যা জাতীয় সমস্যা। বাঞ্ছারামপুর উপজেলার চাহিদা অনুসারে মাত্র চার ভাগের এক ভাগ বিদ্যুৎ পাচ্ছি। এই বিদ্যুৎ দিয়ে এর চেয়ে ভালো সার্ভিস দেওয়া যায়না।

এ জাতীয় আরও খবর