সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগে আর বাধা নেই

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : সম্রাটের সিংহাসন ত্যাগের বিলের অনুমোদন দিলো জাপান পার্লামেন্ট। দুইশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে শুক্রবার এ বিলটির অনুমোদন দেওয়া হলো।

৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে। ১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে বসেন আকিহিতো। তিনি সিংহাসন ত্যাগ করলে সেখানে আসীন হবেন তার পুত্র ৫৭ বছরের নারুহিতো।

গত সপ্তাহে পার্লামেন্টের নিম্মকক্ষে সম্রাটের সিংহাসন ত্যাগের বিলটি পাস হয়। শুক্রবার সকালে এটি উচ্চকক্ষে অনুমোদনের জন্য তোলা হয়। জাপানি টেলিভিশন চ্যানেল এনএইচকে-তে দেখা গেছে, উচ্চকক্ষের সদস্যরা হাত তুলে বিলটির অনুমোদন দেন।

ভোটের পর প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো সিংহাসন ত্যাগ করা হচ্চে, যা আমাকে আবারও মনে করিয়ে দিচ্ছে, আমাদরে জাতির ভিত্তি, সুদীর্ঘ ইতিহাস ও ভবিষ্যতের জন্য এই ইস্যু কতোটা গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর