সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

পদত্যাগে নারাজ তেরেসা

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পদত্যাগে রাজি নন প্রধানমন্ত্রী তেরেসা মে। বরং জোট গড়ে ফের সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।

এরইমধ্যে সরকার গঠন করার অনুমতি চাইতে যুক্তরাজ্যের রানি এলিজাবেথের বাসভবন বাকিংহ্যাম প্যালেসে রওনা করেছেন তিনি।
তেরেসার দল ডেমক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নেয়ার পর রানির অনুমতি চাওয়ার এ উদ্যোগ নেন তিনি।

সরকার গঠন করতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ১০ আসনে বিজয়ী ডিইউপি সমর্থন দেবে বলে আশাবাদী তেরেসা মে’র দল।

এ আশাতেই প্রধানমন্ত্রী তেরেসা রানি এলিজাবেথের সঙ্গে দেখা করতে উদ্যোগী হন। স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রানির সঙ্গে দেখা করার কথা রয়েছে তেরেসা।

নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৫টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মের কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৪টি আসন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেরেমি করবিনের লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন।

এ ছাড়া স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ৩৫, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১২টি, ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ১০টি ও অন্যান্য দল পেয়েছে ১৩টি আসন। বাকি পাঁচটি আসনের ফল এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার পর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারে ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ। প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ নিবন্ধিত ভোটার। ওয়েস্টমিনস্টার সংসদ হাউস অব কমন্সে ৬৫০ আসনে এমপি নির্বাচিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর