g ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৭ই জুলাই, ২০১৭ ইং ২রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

খুলনা থেকে পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, লাইন স্বাভাবিক হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর