g ফেসবুক আর পত্রিকা দেখেনই না নাসির! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ই জুলাই, ২০১৭ ইং ৩রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফেসবুক আর পত্রিকা দেখেনই না নাসির!

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : এক সময় জাতীয় দলে নিয়মিত ছিলেন তিনি। পারফরম্যান্স দিয়ে দলে নিজের জায়গাটাও বেশ শক্ত করেছিলেন নাসির হোসেন। তাই তাঁর নামের পাশে যোগ হয়েছিল ‘ফিনিশার’ শব্দটি। সেই তিনিই দলে শুধু অনিয়মিতই হয়ে পড়েননি, নানা কারণে এখন বিতর্কিত। বিশেষ করে শৃঙ্খলাজনিত কারণে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। সামাজিক যোগযোগ মাধ্যম ও সাংবাদ মাধ্যমে তা নিয়ে কম সমালোচনা হয়নি। অবশ্য এসব সমালোচনা খুব একটা গায়ে মাখেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এমন সব সমালোচনাকে কিভাবে দেখেন নাসির? আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ‘এটা মানতেই হবে, সবাই আমাকে এক দৃষ্টিতে দেখবে না। তবে যাদের সুনাম হয়, তাদের বদনামও হতে পারে। ক্রিকেট খেললে এসব নিয়ে খুব একটা ভাবা উচিত হবে না। অবশ্য ফেসবুক আর পত্রিকায় যা লেখা হয়, তা আমার খুব একটা দেখা হয় না।’

শুধু যে সমালোচনা হয় তা কিন্তু নয়, বিভিন্ন সময়ে সমর্থকদের ভালোবাসাও পেয়েছেন নাসির। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ আমাকে কেন ভালোবাসে। যদি কেউ ভালোবেসে থাকে তা আমার জন্য বড় পাওয়া হবে। হয়তো সবাই তা পায় না। যারা আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

ফিনিশার খ্যাত এই অলরাউন্ডারের এখন লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া, ‘আমার ওপর আস্থা রাখলে, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমি। জাতীয় দলে আবার সুযোগ পেলে, চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে দলে নিয়মিত হতে।’