g বাবার চেয়ে বয়সে বড় ছেলে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৭ই জুলাই, ২০১৭ ইং ২রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বাবার চেয়ে বয়সে বড় ছেলে

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যে রয়েছে আনন্দ এল রাই পরিচালিত একটি সিনেমা। এতে বামন চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। সিনেমাটিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করছেন নির্মাতা-অভিনেতা তিগমাংশু ধুলিয়া।

কিন্তু তিগমাংশুর বর্তমান বয়স ৫০ বছর। অন্যদিকে শাহরুখের বয়স ৫১ বছর। অর্থাৎ বাবার চেয়ে বয়সে বড় ছেলে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে নির্মাতারা কেন বিষয়গুলো খেয়াল করেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বুলেট রাজা, সাহেব বিবি অউর গ্যাংস্টার রিটার্নস, পান সিং তোমারসহ বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন তিগমাংশু। পাশাপাশি মাঝি: দ্য মাউন্টেউন ম্যান, হিরো, গ্যাংস অব ওয়াসেপুর সিনেমাতে অভিনয় করেছেন। শাহরুখের বাবার চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আনন্দ যখন আমাকে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেয় তখন তাকে জিজ্ঞেস করিনি কেন আমাকে চরিত্রটির জন্য বেছে নিয়েছে। একজন সুপারস্টারের বাবার চরিত্রে অভিনয় করতে পেরেই আমি খুশি।’

সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে তিগমাংশুকে নেয়া প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সুস্থ সবল একটি পরিবারকে নিয়ে সিনেমাটির গল্প তৈরি। আনন্দ এমন একজন অভিনেতাকে চাচ্ছিলেন যার সামনে দাঁড়ালে শাহরুখের বামন চরিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠবে। তিগমাংশু সেই চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। এ জন্যই তাকে নেয়া হয়েছে।’