বুধবার, ১৭ই জানুয়ারি, ২০১৮ ইং ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

হাথুরুসিংহেকে স্যালুট জানালেন মাশরাফি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৪, ২০১৮

স্পোর্টস ডেস্ক : গত চার বছর তিনি ছিলেন বাংলাদেশের কোচ। এখন তিনি শ্রীলঙ্কার কোচ এবং ত্রিদেশীয় ক্রিকেটে টাইগারদের প্রতিপক্ষ। কেমন ছিলেন হাথুরুসিংহে? কেউ কেউ বলে থাকেন দারুণ চৌকস কোচ, ক্রিকেট বোধ-বুদ্ধি ও বিবেচনা দারুণ, লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণেও যথেষ্ট দূরদর্শী। সে কারণেই টিম বাংলাদেশ শেষ চার বছরে সেরা ক্রিকেট খেলেছে।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে ওপরের দিকে জায়গা করে নিয়েছে। সাবেক কোচকে কৃতিত্ব দিতে এতটুকু কার্পণ্য নেই মাশরাফির। তিন জাতি সিরিজ শুরু ২৪ ঘণ্টা আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়ে দিলেন, ‘হাথুরুসিংহেকে আমার স্যালুট। গত তিন বছরের বেশি সময় তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের ভালো খেলার পেছনে তার অবদান যথেষ্ঠ। তবে আমরা খেলয়াররাও তার পাশে ছিলাম। আমরাও তিলে তিলে তৈরি হয়েছি। জায়গা মতো পারফর্ম করার মানসিকতা জন্ম নিয়েছে, প্রয়োগ ক্ষমতাও বেড়েছে অনেক, আর সেটা একদিনে হয়নি। বিশ্বকাপে যখন মাহমুদউল্লাহ সেঞ্চুরি করে সেই সময় উইকেটে গিয়ে কিন্তু কেউ তাকে বুদ্ধি পরামর্শ দেয়নি, সে তার নিজের মেধা, প্রজ্ঞা ও সামর্থ্য দিয়েই সেঞ্চুরি করেছে।’

তার মানে মাশরাফি বুঝিয়ে দিলেন কোচ হাথুরুর অবশ্যই ভূমিকা আছে, তবে মাঠে জায়গা মতো কাজের কাজগুলো করেছেন ক্রিকেটাররাই। কৃতিত্ব খেলোয়াড়দেরই পাওনা বেশি।

এ জাতীয় আরও খবর

  • খালেদ মুহিউদ্দীনকে বিজয়নগর প্রেসক্লাবের শুভেচ্ছাখালেদ মুহিউদ্দীনকে বিজয়নগর প্রেসক্লাবের শুভেচ্ছা
  • সেই রেস্তোরাঁ পরিদর্শন করলেন জাপানি প্রতিমন্ত্রীসেই রেস্তোরাঁ পরিদর্শন করলেন জাপানি প্রতিমন্ত্রী
  • দুঃসাহসী তরুণের কাণ্ড!দুঃসাহসী তরুণের কাণ্ড!
  • ডিআইইউ পরিদর্শন করলেন আইট্রিপলই সভাপতিডিআইইউ পরিদর্শন করলেন আইট্রিপলই সভাপতি
  • মৃত্যুর আট বছর পর প্রেক্ষাগৃহে মান্নামৃত্যুর আট বছর পর প্রেক্ষাগৃহে মান্না
  • জেলা আওয়ামীলীগের সাথে ১৪ দলের সভা অনুষ্ঠিতজেলা আওয়ামীলীগের সাথে ১৪ দলের সভা অনুষ্ঠিত
  • মহাকাশের এক অদেখা অন্যরকম চিত্রমহাকাশের এক অদেখা অন্যরকম চিত্র
  • ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ
  • মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের হাতে মোকতাদির চৌধুরী এবং ফাহিমা খাতুনের অনুদানমুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের হাতে মোকতাদির চৌধুরী এবং ফাহিমা খাতুনের অনুদান
  • কবর থেকে উঠে আসা পাকিস্তান কঠিন লড়াই করবে ভারতের বিরুদ্ধেকবর থেকে উঠে আসা পাকিস্তান কঠিন লড়াই করবে ভারতের বিরুদ্ধে
  • ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী রাজাকার নেই, পুলিশের প্রতিবেদনে আন্দোলনে মুক্তিযোদ্ধারাব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী রাজাকার নেই, পুলিশের প্রতিবেদনে আন্দোলনে মুক্তিযোদ্ধারা
  • ০৯ মার্চ ১৯৭১ : ঢাকায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ছাত্র-জনতা০৯ মার্চ ১৯৭১ : ঢাকায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ছাত্র-জনতা