বুধবার, ১৭ই জানুয়ারি, ২০১৮ ইং ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

যেসব খাবার খালি পেটে খাবেন না

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৬, ২০১৮

স্বাস্থ্য ডেস্ক : খাবার শুধু খেলেই হয় না। সঠিক স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট সময়ের বিষয়টি আমলে রাখা জরুরী। আর এটাই হলো স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অভিমত। এই নিয়ম মেনে খালি পেটে সবধরনের খাবার গ্রহণ স্বাস্থ্য-হিতকর নয়। বাংলায় প্রচলিত একটি প্রবাদ-‘খালি পেটে জল, ভরা পেটে ফল।’ গুরুজনদের একথাটি আসলেই ফেলনা নয়। এ বিষয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থ্য থাকবেন আমৃত্যু, সন্দেহ নেই।

চা-কফি :
খালি পেটে কখনও চা বা কফি পান করবেন না। চা-কফি খালি পেটে পান করলে আপনার গ্যাষ্ট্রিক ও ‘অ্যাসিডিটি’ সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কলা :
কলার আরেক নাম-‘সুপার ফুড’। খুব সহজেই সুস্বাদু এই ফল হজম হয়। তবে, কলা খালি পেটে খেলে এতে বিদ্যমান পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তের ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের সঙ্গে অসামঞ্জস্যতা সৃষ্টি করে।

দই :
খালি পেটে দই বা দুধ জমিয়ে তৈরিকৃত কোনোধরনের খাবার খাবেন না। খালি পেটে এসব খাবার খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে, অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি পেতে পারে।

টমেটো :
টমেটো খালি পেটে খাবেন না। কারন, এতে বিদ্যমান ‘ট্যানিক অ্যাসিড’ গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।

অ্যাসিডিক ফল :
লেবু ও কমলার মতো অ্যাসিডিক ফলগুলো খালি পেটে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

কাঁচা সবজি :
শসা বা এ জাতীয় সবুজ ও কাঁচা সবজি খালি পেটে খেতে যাবেন না। এগুলোতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা পেট ব্যথা কিংবা বুক জ্বালার কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

  • গ্রেপ্তার আতঙ্কে ১৮ দলের নেতাকর্মী মাঠছাড়াগ্রেপ্তার আতঙ্কে ১৮ দলের নেতাকর্মী মাঠছাড়া
  • জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
  • সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ জেলা ছাত্রলীগের ব্যাপক কর্মসূচীসড়ক দুর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ জেলা ছাত্রলীগের ব্যাপক কর্মসূচী
  • চকলেট খেয়েই স্বাস্থ্যের উপকারচকলেট খেয়েই স্বাস্থ্যের উপকার
  • গ্রিন-টি ক্যান্সারের ঝুঁকি কমায়?গ্রিন-টি ক্যান্সারের ঝুঁকি কমায়?
  • বিমানের পরিচালক হলেন মমিনুল ইসলামবিমানের পরিচালক হলেন মমিনুল ইসলাম
  • পারিবারিক বন্ধন দৃঢ় না হলে সামাজিক বন্ধন অটুট হবে নাপারিবারিক বন্ধন দৃঢ় না হলে সামাজিক বন্ধন অটুট হবে না
  • নবীনগরে পাষান্ড পিতার হাতে মেয়ে খুন ,পিতা গ্রেফতারনবীনগরে পাষান্ড পিতার হাতে মেয়ে খুন ,পিতা গ্রেফতার
  • আঙুলের ছাপ নিয়ে তুঘলকি কাণ্ডআঙুলের ছাপ নিয়ে তুঘলকি কাণ্ড
  • ভারতে কম দামে দুর্দান্ত ওয়াই-ফাই দেবে ফেসবুকভারতে কম দামে দুর্দান্ত ওয়াই-ফাই দেবে ফেসবুক
  • দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির গুলিতে আরেক বাংলাদেশি নিহতদক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির গুলিতে আরেক বাংলাদেশি নিহত
  • বিকিনি পরা ভিডিওতে পুনম পাণ্ডের কাণ্ডবিকিনি পরা ভিডিওতে পুনম পাণ্ডের কাণ্ড