শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিয়ায় তুরস্কের অভিযানে ২৬০ কুর্দি নিহত

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৮

সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা নির্মূল করতে সেনা অভিযান চালাচ্ছে তুর্কি সেনাবাহিনী। চারদিন ধরে চলমান এ অভিযানে এ পর্যন্ত মার্কিন সমর্থিত ২৬০ জন কুর্দি গেরিলা ও আইএস যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত এই কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করে।

গতকাল মঙ্গলবার সন্ধায় তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে কুর্দি গেরিলা ও আইএস সন্ত্রাসী নিহত হওয়ার দাবি জানায়। এতে বলা হয়েছে, সফলতার সঙ্গে তুর্কি অভিযান এগিয়ে চলেছে। প্রকাশিত বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তুরস্কের এক সেনা নিহত হয়েছে। অভিযান শুরুর পর এ নিয়ে তিনজন তুর্কি সেনা নিহত হলো।

এদিকে, সিরিয়ার আফরিনে তুর্কি অভিযান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে দু’নেতাই একমত হয়েছেন যে, সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন একথা নিশ্চিত করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি