সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়া স্হলবন্দরে আমদানী নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে  আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে কাস্টমস শুল্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার  ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব ঔষুধ জব্দ করা হয়। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,  মনিন্দ দেবনাথ  নামে এক যাত্রী আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথ অতিক্রম করার সময় কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়।
এসময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে। মনিন্দ ত্রিপুরার আগরতলা রামনগর এলাকার বাসিন্দা।

আখাউড়া কাস্টমস সুপারিনটেনডেন্ট  শ্যামল কুমার বিশ্বাস বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি না থাকায় এসব ওষুধ জব্দ করা হয়। জব্দ ঔষুধের মূল্য প্রায় তিন লক্ষ টাকা। তবে এগুলো অবৈধ বা মাদক না হওয়ায় ওই যাত্রীকে আটক করা হয়নি।
Print Friendly, PDF & Email