বুধবার, ১১ই এপ্রিল, ২০১৮ ইং ২৮শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

কাবা শরীফের ইমামের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : নিজের টুইটার অ্যাকাউন্টে সৌদির রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য করায় পবিত্র কাবা শরীফের অন্যতম ইমাম শেখ সউদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি সরকার । শুক্রবার সকালে বন্ধ করে দেয়া সৌদি ইমামের এ অ্যাকাউন্টের ফলোয়ার ছিল ৩০ লাখের বেশি। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইমাম শেখ সউদ আল-শুরাইম তার নিজের টুইটারে সৌদি রাজপরিবারের সদস্যদের সমালোচনা করেন। এছাড়াও সৌদি শাসকরা ইসলামের শিক্ষা অবমাননা করছেন বলেও মন্তব্য করেন।

তিনি সৌদি শাসকদের অন্ধ সমর্থনেরও সমালোচনা করেছিলেন। এছাড়া সৌদি শাসকদের অনেক সিদ্ধান্তই ইসলামের সাথে যায় না বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, ইমাম শেখ সউদ আল-শুরাইম ১৯৬৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত অধ্যাপক ও ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সৌদি হাইকোর্টের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমাম শেখ সউদের সাহসের জন্যে তিনি সবার কাছে সুপরিচিত।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

জুকারবার্গ যে ১০ প্রশ্নে হোঁচট খেলেন

সব ঘটনার জন্য আমিই দায়ী : জুকারবার্গ

রোহিঙ্গা হত্যাকাণ্ডে মিয়ানমারে ৭ সেনাসদস্যের জেল

সিরিয়ায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স হামলা করতে একাট্টা

ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সন্ত্রাসী : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সংকটের আবর্তে ট্রাম্প : সিএনএন’র বিশ্লেষণ