শুক্রবার, ২৭শে এপ্রিল, ২০১৮ ইং ১৪ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

দক্ষিণ চিনে মাঝ নদীতে নৌকা উল্টে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দক্ষিণ চিনের গুইলিন শহরে মাঝ নদীতে ড্রাগন নৌকা উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পানির স্রোতে অনেকে ভেসে গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও অনেকে মারা যায়। শনিবার শহরের তাও হুয়া নদীতে বাইচ প্রতিযোগিতার প্র্যাকটিস চলছিল। দু’টি নৌকাতে ৬০ জন ছিল। হঠাৎ নৌকা দু’টি নৌকা উল্টে যায়।

চিনের সরকারি সংবাদসংস্থা জিং হুয়া জানিয়েছে, এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। রাত ১০ টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার জন্য গ্রামবাসীদের দায়ী করে জানিয়েছে, গ্রামবাসীরা কোন অনুমতি ছাড়াই নদীতে বাইচ প্রতিযোগিতার প্র্যাকটিস করছিল।

Print Friendly, PDF & Email