g বাংলাদেশে এখনও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশে এখনও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

AmaderBrahmanbaria.COM
মে ১৯, ২০১৬

---

us_state_department_john_kirbyনিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ-স্বচ্ছ-গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

বুধবার ওয়াশিংটন ডিসিতে এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখনও অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা এখনও চাই বাংলাদেশের নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হোক।

ব্রিফিংকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এখনো দেখতে চাই যে বাংলাদেশে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে, যেমনটা আমরা বিশ্বের অন্যান্য দেশেও দেখতে চাই।

‘কাজেই এসব বিষয়ে এখনো আমাদের বাস্তব উদ্বেগ রয়েছে এবং তাতে পরিবর্তন আসেনি’ বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর