সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড শিবিরে তাসকিন-রুবেলে হানা

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। শুরুটা বেশ ভালো করলেও টাইগার পেসারদের বোলিং তোপে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

স্কোর বোর্ডে ৬৯ রান তুলেতেই ওপেনার রনকি ও গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর আরেক টাইগার পেসার রুবেল হোসেন গাপটিলকে আউট করেন। রনকি ১৬ ও গাপটিল ৩৩ রানে আউট হয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।

শুক্রবার কার্ডিফের সোয়ালেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়া কথা থাকলেও বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে শুরু হয়।। তবে কোনো ওভার কাটা হয়নি।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টিলিভিশন (বিটিভি), গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান।

আসরে প্রথম দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ঝুলে আছে গ্রুপের বাকি তিনটি দলের সেমির টিকিট। তাই আজকের ম্যাচটি নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা *, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন *, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কেরি এন্ডারসন, মিচেল সান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।