g শ্রীলঙ্কার চেয়ে বেশি পয়েন্ট হয়েও ৭ম স্থানে বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৩শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার চেয়ে বেশি পয়েন্ট হয়েও ৭ম স্থানে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের পার্টনারশিপের জাদুতেই ১৬ বল বাকি থাকতেই কিউ বধ করেছে টাইগাররা। কিউইদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলো বাংলাদেশ।
গত ২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইতিহাসের প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ৬ নম্বরে জায়গা করে নেয় টাইগাররা। নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয় শ্রীলঙ্কার সমান ৯৩। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামে সাতে।
তবে সেই অর্জন টাইগাররা সপ্তাহ খানেকের বেশি ধরে রাখতে পারেনি। আবার সাতে নেমে যায় টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ওভালে ০১ জুন ইংল্যান্ডের কাছে হেরে অবনমন হয় বাংলাদেশের। শ্রীলঙ্কা আবার ছয়ে উঠে যায়। বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯২, আর শ্রীলঙ্কার ৯৩। গত ৮ জুন ভারতকে হারিয়ে ১ পয়েন্ট বেড়ে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৪।
শুক্রবার (০৯ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়ের পরপরই র‍্যাংকিং আপডেট করেছে আইসিসি। যেখানে টাইগারদের রেটিং পয়েন্ট ৩ যোগ হয়ে ৯২ থেকে দাঁড়ায় ৯৫। যা শ্রীলঙ্কার চেয়ে ১ পয়েন্ট বেশি। অথচ বাংলাদেশ সাতেই অবস্থান করছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন কা-ে ক্ষোভ প্রকাশ করেছে টাইগার ভক্তরা।