মঙ্গলবার, ১৯শে জুন, ২০১৮ ইং ৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মাসে ১৪৫২৯টি মামলার নিষ্পত্তি  

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ২৮ মাস ১৫ দিনে ১৪ হাজার ৫শ’ ২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৫শ’ ২৬টি, ২০১৬ সালে ৫ হাজার ৫শ’ ৭৫টি, ২০১৭ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৪শ’ ২৮টি মামলা নিষ্পত্তি করা হয়। আসামিদের বিরুদ্ধে ১ হাজার ৮শ’ ৮২ মামলায় বিভিন্ন মেয়াদে ২ হাজার ৪শ’ ৭৩ জন আসামিকে সাজা প্রদান করা হয়।  বৃহস্পতিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল এ তথ্য জানান।

সম্মেলনে এজেন্ডার মধ্যে ছিল ম্যাজিস্ট্রেট স্বাক্ষর ব্যতীত ওয়ারেন্ট, মুক্তি নামা, রিলিজ রিকল করা যাবে না, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী অবশ্যই সঠিক সময়ে সাক্ষ্য প্রদান করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে পিঅ্যান্ডডি প্রসেস তামিল করতে হবে, বিচার চলাকালে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদানসহ সি.ডি উপস্থাপন করতে হবে, আইনগত বিষয়ে আদালতের মতামত চাইতে হবে ইত্যাদি।

সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জজকোর্ট ভারপ্রাপ্ত পিপি অ্যাড. এস এম ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সারোয়ার-ই আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শফিউল আলম লিটন প্রমুখ।

Print Friendly, PDF & Email