সোমবার, ১৬ই এপ্রিল, ২০১৮ ইং ৩রা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ক্রিকেট যেখানে সুন্দর

স্পোর্টস ডেস্ক : ভদ্রলোকের খেলা বলা হয় ক্রিকেটকে। আইপিএলের মত জায়গায় আবেগ কিংবা র‌্যাংকিং দিয়ে চলেনা। ভালো খেলতো দলে থাকো। ব্যপারটা ঠিক এরকম।

গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই বাংলাদেশির দল। অন্যরকম একটা রোমাঞ্চ কাজ করেছে দেশের ক্রিকেট সমর্থকদের মনে। তবে ছিলো শঙ্কাও। মুস্তাফিজ কি থাকছেন সাকিবের বিপক্ষে!

মুস্তাফিজকে নিয়ে এমন শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। এর আগে আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মুস্তাফিজেরই করা শেষ ওভারেই ম্যাচ হারে মুম্বাই ইন্ডিয়ানস। বাংলাদেশিদের মনে শঙ্কাটা এখান থেকেই।

অবশেষে সাকিবের দলের বিপক্ষে খেলেছেন মুস্তাফিজ, হেরেও জয় করে নিয়েছেন মুম্বাইয়ের কোটি ভক্তের মন। ফিজের বিপক্ষে ব্যাট হাতে সাকিব অনুজ্জ্বল থাকলেও বল হাতে উজ্জ্বল ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উপরের দেয়া ছবিগুলোর মত দৃশ্য হরহামেশাই ঘটে ক্রিকেটে। তবে এই ব্যপারগুলো অন্যরকম আনন্দ দেয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট ভক্তদের মনে। আইপিএল এক করে দেয় দুই দেশকে।
দুই দেশ যখন বিপক্ষ দল হিসেবে খেলতে নামে তখনই আবার উত্তেজনায় মাতাল হয়ে পড়ে দুই দেশের সমর্থকরা। শুধু দর্শকরাই নয়, ক্রিকেটারদের ভেতরও কেমন জানি যুদ্ধ-যুদ্ধ ভাব।

প্রথম ম্যাচের খলনায়ক যখন দ্বিতীয় ম্যাচের নায়ক হয়ে উঠছিলেন মুম্বাই কাপ্তান তখন জড়িয়ে ধরেন মুস্তাফিজকে। যে মুস্তাফিজের বলে অনেকবারই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন রোহিত শর্মা। মনে মনে হয়তো গালিও দিয়েছেন বিশ্ব বিখ্যাত কাটার মাস্টারকে।

এদিন যেনো স্বদেশি সাকিবও শত্রু বলে গেলেন মুস্তাফিজের। সাকিবের বিপক্ষে মুস্তাফিজ যখন বোলিংয়ে। পেশাদারিত্ব ফুটে উঠেছিলো দুজনের চোখে মুখে। ক্রিকেটের সব সৌন্দর্য যেন এখানেই ধরা দেয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

শ্বাসরূদ্ধকর ম্যাচে চেন্নাইকে হারাল পাঞ্জাব

কোহলিদের তীরে এসে তরী ডুবলো

পঞ্চম শ্রেণিতে এমসিকিউ’র পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্ন

দেশে না ফিরলে চুক্তি বাতিল-এসিবি

নারীর যে ৭ গুণে মুগ্ধ হয় পুরুষ

সাকিবের বিস্ময়কর ক্যাচ (ভিডিও)