সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার হাট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তৌহিদুর রহমা নিটল,ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার হাট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

এছাড়া কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, মৌলভী বাজার, কুড়িগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বর্ডার হার্ট সংশ্লিষ্ট প্রায় অর্ধশত কর্মকর্তাগন অংশগ্রহন করেন। কর্মশালায় বর্ডার হাটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারী উর্দ্ধতন কর্মকর্তাগনসহ ব্যবসায়ীকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের উন্নয়নের জন্য ২০১১ সাল থেকে দু’দেশের সীমান্তে চালু করা হয় বর্ডার হাট।

 

Print Friendly, PDF & Email