মঙ্গলবার, ৯ই এপ্রিল, ২০১৯ ইং ২৬শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

‘সচিবালয়ের ভবনগুলোও আগুনের ঝুঁকির বাইরে নয়’

news-image

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সচিবালয়ের ভবনগুলোও আগুনের ঝুঁকির বাইরে নয়। তবে এখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঝুঁকি নেই বললেই চলে। অন্য কোনও কারণে আগুন ধরে গেলে এক্সিট সিস্টেম সেভাবে নেই।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে বৈঠকে বসবো। সেখানে মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। তবে পিবিডব্লিওটিএ এর ব্যবস্থা নিচ্ছে। এসব ভবনে পুরোনো যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে সেগুলো চেক করে মেয়াদোত্তীর্ণগুলো প্রতিস্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়গুলোও তাদের নিজেদের উদ্যোগে ফায়ার এক্সিটের ব্যবস্থা নিচ্ছেন। পিডব্লিউডি এর ভবনগুলোর একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ভবনে সার্কিট ব্রেকার আছে। কোনো কারণে শর্ট সার্কিট হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে আগুন আর অগ্রসর হবে না।

আগুন লাগার অন্য কোনও ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের স্বাভাবিক ঝুঁকি আছে তবে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের এই ভবনগুলোর ঝুঁকি বেশি। কারণ এসব ভবনের বেইজ অনেক দুর্বল।

 

/www.bd-pratidin.com

এ জাতীয় আরও খবর

বন্দি ফিলিস্তিনি শিশুদের পানিও দেয়া হয় না

ঢাকায় ফায়ারম্যান সোহেলের মরদেহ

নিরাপত্তার জন্য হুমকি জলবায়ু পরিবর্তন

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদেরকে সরকারি বাড়ি ছাড়তে লিগ্যাল নোটিশ

২১ ও ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

আইনগত ব্যবস্থা শিক্ষার্থীদের কাছে সিগারেট বিক্রি করলে

২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ

আইনি প্রক্রিয়ায় হাঁটুন খালেদা জিয়াকে মুক্ত করতে : হানিফ

রাফিকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সোহেল রানা : প্রধানমন্ত্রী

ফেনীর সেই ছাত্রীকে লাইফসাপোর্টে নেয়া হচ্ছে

মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা : মামলা হয়নি এখনো