মঙ্গলবার, ৯ই এপ্রিল, ২০১৯ ইং ২৬শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডের পর ইমরান খান কর্মচারীদের আগে বের করে পরে বের হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দফতরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগে সহকর্মীদের বেরিয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার দুপুরের পর ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিয়ো টিভি জানায়, অগ্নিকাণ্ডের সময় প্রধানমন্ত্রী ইমরান খান বোর্ড রুমে একটি বৈঠকে ছিলেন। আগুনের খবর পাওয়ার পরও তিনি বৈঠক ত্যাগ করেননি।

ধোঁয়া ছড়িয়ে যাওয়ার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, অন্য কর্মকর্তা-কর্মচারীরা বের হওয়ার পর তিনি বের হবেন। প্রথমে অন্যদের বের করে তারপর ইমরান সেখান থেকে বের হন।

পাক প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬ষ্ঠ তলায় একটি বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। শর্টসার্কিট থেকে লাগা এ আগুন ওই তলা পেরিয়ে উপর তলায়ও ছড়িয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানসহ সবাই নিরাপদে রয়েছেন। সূত্র: জিয়ো টিভি উর্দু

এ জাতীয় আরও খবর

বন্দি ফিলিস্তিনি শিশুদের পানিও দেয়া হয় না

বেসামাল প্রিয়াঙ্কাকে সামলে নিলেন নিক (ভিডিও)

এই নার্স মারা যাওয়ার আগে ‘ভয়ঙ্কর সত্য’ জানালেন

বিজেপির ইশতেহারে যা আছে

ফিরেই মোস্তাফিজের গর্জন

বুশরার সঙ্গেই থাকতে চান ইমরান খান

জয়া আহসান স্বাস্থ্য সচেতন

সাবেক প্রেমিককে নিয়ে ফের আলোচনায় প্রীতি

স্বল্পবসনায় ফের উষ্ণতা ছড়ালেন সারা খান!

সীমান্তে মিয়ানমারের নতুন সৈন্য সমাবেশ

বডি স্প্রের সুগন্ধ দীর্ঘস্থায়ী করার ৫টি কৌশল!

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত