রবিবার, ৩০শে জুন, ২০১৯ ইং ১৬ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া
পৌরসভার মেয়র নায়ার কবির, ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করে নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।