g এবার ৮০টি ভাষা আপনার হাতের মুঠোয় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১২ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৮শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

এবার ৮০টি ভাষা আপনার হাতের মুঠোয়

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৫, ২০১৭

---

অনলাইন ডেস্ক : বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে কাজ করতে কিংবা অন্যান্য ভাষার মানুষের সঙ্গে যোগাযোগ করতে একাধিক ভাষার আয়ত্ব থাকা জরুরী। তাই বলে একজন মানুষের পক্ষে পৃথিবীর অসংখ্য ভাষার মধ্যে কয়টি ভাষাই বা আয়ত্ব করা সম্ভব হয়।

ভাষাগত এই সমস্যার সমাধান করতে এবার চলে এসেছে আশ্চর্যজনক এক গ্যাজেট ট্র্যাভিস। অনেকটা রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটে আঁটাকানো যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গ্যাজেট যে কোনো ভাষাকে ৮০টি ভিন্ন ভাষায় অনুবাদ করে দিতে পারে।

ট্র্যাভিস প্রস্তুতকারকদের দাবি, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মুডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে।

ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এ ছাড়া প্রতিটি ভাষার অনুবাদের জন্য সবচেয়ে ভাল অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ডের স্লটও রয়েছে। বিশ্বের সর্বপ্রথম স্মার্ট পকেট ট্রান্সলেটরটি ১৩৯ মার্কিন ডলারের বিনিময়ে আগে থেকে অর্ডার দেওয়া যাবে।