বৃহস্পতিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২৬শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল চারটার দিকে গাড়িবহর শহরে প্রবেশ করে। এরপর চন্ডিপুল দক্ষিণ সুরমা এলাকা থেকে শতাধিক মোটর সাইকেলের একটি বহর এসে খালেদা জিয়ার গাড়িকে নিয়ে যাচ্ছে। গাড়িবহরে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়াকে সার্কিট হাউসে নেয়া হবে। সেখান বিশ্রাম শেষে তিনি মাজার জিয়ারত করতে যাবেন।

খালেদা জিয়ার আগমন ঘিরে সিলেট শহরের প্রবেশ মুখেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের ভিড়ে বহরে থাকা গাড়িগুলো ধীরে চলছে।

সফরের পথে ভৈরব, কামারটেক, হবিগঞ্জেরর মাধবপুর, শায়েস্তাগঞ্জ, মীরপুর, গোয়ালাবাজার, শেরপুর মোড়, দয়ামীর বাজার, রশিদপুর, চন্ডিপুল, দক্ষিণ সুরমা, মেন্দিবাগে সড়কে অবস্থান নিয়ে হাজাজার নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

পথে পথে পুলিশের ধাওয়া-গ্রেফতার উপেক্ষা করে তারা বিএনপি নেত্রীকে স্বাগত জানান।

এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।

তার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।