বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

তেভেজকে ছাড়াই কোপা আমেরিকায় আর্জেন্টিনা

tevez_5স্পোর্টস ডেস্ক : গত বছর কোপা আমেরিকায় তিনি ছিলেন আর্জেন্টিনা দলের অবিচ্ছেদ্য অংশ। তবে এ বছরের বিশেষ কোপা আমেরিকায় খেলা হচ্ছে না কার্লোস তেভেজের। এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকা ১০০ বছর পূরণ করতে যাচ্ছে ২০১৬ সালে। আগামী ৩ থেকে ২৬ জুন কোপা আমেরিকা শতবার্ষিকীর আয়োজক যুক্তরাষ্ট্র। প্রায় দুই যুগ ধরে বড় কোনো টুর্নামেন্টের শিরোপাবঞ্চিত আর্জেন্টাইনরা এবার হতাশা ঘোচাতে মরিয়া। সেই লক্ষ্যে লিওনেল মেসিসমৃদ্ধ শক্তিশালী আক্রমণ ভাগসহ দল নির্বাচন করেছেন মার্তিনো।

তবে সেই দলে তেভেজের জায়গা হয়নি। যদিও এ মৌসুমে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট উজ্জ্বল। প্রায় এক যুগ পর স্বদেশের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেই আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের শিরোপা জিততে সাহায্য করেছেন দলকে। পেয়েছেন কোপা আর্জেন্টিনা জয়ের মধুর স্বাদও। কিন্তু এসব অর্জনও তেভেজের প্রতি মার্তিনোর মন গলাতে পারেনি।

কোপা আমেরিকা শতবার্ষিকীতে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী চিলি, বলিভিয়া ও পানামা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছেই টাইব্রেকারে হার মেনেছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাউয়েল গুজমান, মারিয়ানো আন্দুহার।

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মের্কাদো, ফাকুন্দো রনকাগলিয়া, নিকোলাস ওতামেন্দি, জোনাথন মাইদানা, রামিরো ফুনেস মোরি, মার্কোস রোহো, ভিক্তর কোয়েস্তা।

মিডফিল্ডার : মাতিয়াস ক্রানেভিতার, অগুস্তো ফার্নান্দেজ, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া, এজেকিল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো, গনজালো হিগুয়াইন, নিকোলাস গাইতান।