শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে ৩ কেজি দুষিত বড় কিছু নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ৯৬৩ কেজি স্বর্ণের মধ্যে ৩ কেজি দুষিত থাকা বড় কিছু নয়।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণ নিয়ে যেসব আলোচনা হচ্ছে সেগুলো ‘ইউজলেস’ মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ রয়েছে ৯৬৩ কেজি। এর মধ্যে দূষিত হচ্ছে ৩ কেজি। তবে এ বিয়ষে কোনো কমিটি করা হবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘সোনা গরমিল ইস্যুতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)-এর কথা বলারই প্রয়োজন ছিল না। এটি বাংলাদেশ ব্যাংকের বিষয়।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এর আগে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের সংবাদ যেভাবে প্রকাশিত হয়েছে এটা পুরোপুরি সত্য নয়। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের মধ্যে যোগাযোগ ঘাটতিতেই এই সঙ্কট। তবে আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। পর্যলোচনা করে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।