শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

সর্বকালের রেকর্ড ভেঙেছে ভারতের পুঁজিবাজার

সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। রেকর্ড ভেঙেছে মুম্বাইয়ের আরেক পুঁজিবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সুচকও। মঙ্গলবার লিনদেন শেষে বিএসই’র সূচক ছিলো ৩৬৮২৫.১০।

এদিন ১০৬.৫০ পয়েন্ট বেড়েছে সেনসে´। যা আগের দিনের চাইতে ০.২৯ শতাংশ বেশী। এদিকে নিফটি সূচক বেড়েছে ০.৪৫ শতাংশ বা ৪৯.৫০ শতাংশ। এদিন লেনদেন শেষে নিফটি সূচক ১১১৩৪.৩০ পয়েন্টে অবস্থান করছিলো। এদিন মুম্বাইয়ের দুই পুঁজিবাজারে ১৯৪০টি কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি ঘটেছে। আর দর কমেছে ৬৭৫টি কোম্পানির শেয়ারের। আর ১৫০ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তীত ছিলো।

এদিন সবচেয়ে ইতিবাচক অবস্থানে ছিলো ধাতব খাত। এই খাতে ৩ শতাংশ মূর‌্যবৃদ্ধির মাধ্যমে দিনের লেনদেন শেষ হয়েছে। এর পরের অবস্থানেই ছিলো অবকাঠামো, ঔষধ এবং ব্যাংক খাত।

এই নিয়ে চলতি বছরে ৩ বার রেকর্ড ভাঙলো সেনসেক্স। গত ১২ জুলাই সর্বকালীন রেকর্ড গড়েছিল সেনসেক্স। পৌঁছেছিল ৩৬,৬৯৯.৫৩ পয়েন্টে। তারও আগে সেনসেক্স ও নিফটি সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল গত ২৯ জানুয়ারি। ওই দিন সেনসেক্স ছিল ৩৬,৪৪৩.৯৮ আর নিফটি ছিল ১১,১৭১.৫৫ পয়েন্টে। মানি কন্ট্রোল