শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

নির্বাচন আসলে ভারত প্রীতি বেড়ে যায় বিএনপির: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন আসলে ভারত প্রীতি বেড়ে য়ায় বিএনপির, নির্বাচনের আগে ভারত বিদ্বেষী মনোভাব হয় তাদের।

মঙ্গলাবার বিকেলে প্রধানমন্ত্রীর ধনমন্ডির রাজনৈতিক কর্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাসের শোকের গাম্ভীর্য যেন ঠিক থাকে এবং শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজিসহ কোন অপকর্ম করতে না পারে তার নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, সোজা পথে হাটছে না বিএনপি। তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে, আগামী নির্বাচনে ছদ্মবেশী, বিদ্বেষ প্রসূত, নেতিবাচক রাজনীতির জন্য মাশুল দিতে হবে বিএনপিকে।

আওয়ামী লীগের জোট বাড়বে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যতোই ঘনিভূত হবে, জোটকেন্দ্রিক রাজনীতির মেরুকরণ ততোই বাড়বে, শেষ সমীকরণ দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল সড়যন্ত্র ব‍্যর্থ হবে বলেও জানান তিনি।