শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

জাপানে স্কুল বন্ধ, তাপদাহে নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তাপদাহ চলতে থাকায় স্কুলের গ্রীষ্মকালীন ছুটি নতুন করে বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে স্কুলগুলো খোলা হয়েছিল।

মঙ্গলবার দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিডে ‍সুগা বলেন, ‘তাপদাহ চলছেই, আমাদের শিশুদের রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা এখন একটি বড় ইস্যু।’

এদিকে আজও তাপমাত্র ৪০ ডিগ্রির ঘরে ছিল বিভিন্ন শহরে। এতে মৃতের সংখ্যা আরও বেড়ে ৮০ জনে পৌঁছেছে।

দেশজুড়ে বিরাজমান এই প্রাণঘাতী তাপদাহকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছে আবহাওয়া সংস্থা। খবর বিবিসি’র।

আবহাওয়া সংস্থার এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, জাপানের কিছু জায়গায় তাপদাহ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত ‘’হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের মানুষ।